Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জ পৌঁছেছেন স্পিকার শিরীন শারমিনসহ ৩০ সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৬ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৮ AM

bdmorning Image Preview


'মনিটরিং এবং বাস্তবায়নে এমপিদের ভূমিকা' শীর্ষক এক কর্মশালায় অংশ নিতে হবিগঞ্জ পৌঁছেছেন দেশের ৩০ জন সংসদ সদস্যসহ জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চীফ হুইপ ও হুইপ।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটগামী পারাবত ট্রেনে জেলার শায়েস্তাগঞ্জ রেল জংশনে নামেন তারা।

এমপিদের দুই দিনব্যাপী কর্মশলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি- ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আ.স.ম ফিরোজ ও হুইপ ইকবালুর রহিম।

জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিনের কর্মশালাটি অনুষ্ঠিত হবে জেলার বাহুবল উপজেলার কামালের বাগানখ্যাত ‘দি প্যালেস লাক্সারি রিসোর্ট’ এ।

এদিকে অতিথিদের রেলস্টেশনে স্বাগত জানাতে সকাল থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ আবু জাহিরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা রেলস্টেশনে অনেক কর্মী উপস্থিত হন। এ ছাড়াও স্কুল, কলেজের স্কাউট, বিএনসিসি দলের সদস্যরা অতিথিদেরকে স্বাগত জানান।

Bootstrap Image Preview