Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০০ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে শহীদনগর পর্যন্ত ঢাকামুখী সড়কে অন্তত পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে থেমে থেমে যানজট থাকলেও শুক্রবার সকালে থেকে এটি তীব্র আকার ধারণ করেছে। যানজটে আটকে আছ শত শত যানবাহন। এসব যানবাহনের হাজার হাজার যাত্রী পড়েছেন দুর্ভোগে। এ ছাড়া পণ্যবাহী যানবাহনগুলো আটকে পড়ায় বিঘ্ন ঘটছে মালামাল পরিবহনে।

হাইওয়ে পুলিশ বলছে শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে মহাসড়কে সকল প্রকার যানবাহনের চাপ বেশি রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মুন্সীগঞ্জের মেঘনা সেতুর পূর্ব পাশের সংযোগ সড়কে সংস্কারের কাজ চলায় যানবাহনগুলোকে সেতুতে ধীর গতিতে উঠতে হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। মুন্সীগঞ্জ এলাকার যানজট এসে কুমিল্লার অংশে প্রভাব ফেলছে। মুন্সীগঞ্জ এলাকার লম্বা লাইন এবং শুক্রবার ছুটির দিনে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় কুমিল্লা অংশে সকাল থেকে যানজট সৃষ্টি হচ্ছে।

এদিকে ফোর লেনের যানবাহন নির্মাণাধীন গোমতী, মেঘনা ও কাচপুর সেতু এলাকায় নিয়ন্ত্রণ করার কারণে যানজট সৃষ্টি হচ্ছে বলে চালকরা জানিয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে অন্যান্য যানবাহনের পাশাপাশি প্রাইভেট যানবাহনের চাপ বেশি রয়েছে। তাই ভোর থেকে দাউদকান্দি অংশে যানজট সৃষ্টি হচ্ছে।

যানজট নিরসনে থানা ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

Bootstrap Image Preview