Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভেদরগঞ্জে এম এ রেজা ডিগ্রি কলেজ সরকারিকরণ

আসাদ গাজী
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৮ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০২ PM

bdmorning Image Preview


আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জে এম এ রেজা ডিগ্রি কলেজ সরকারিকরণ উপলক্ষে সুধী সমাবেশ ও সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১২টায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন শরীয়তপুর-৩ আসনের এম.পি নাঈম রাজ্জাক।

এর আগে সকাল ১১টার উদ্ধোধন করেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এম.পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ইকবালুর রহিম এম.পি ও মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, জনাব কাজী আবু তাহের জেলা প্রশাসক শরীয়তপুর,জনাব আব্দুল মোমেন পুলিশ সুপার শরীয়তপুর,জনাব সাবেদুর রহমান খোকা শিকদার,চেয়ারম্যান জেলা পরিষদ শরীয়তপুর ও বাংলাদেশ আওয়ামী লীগ শরীয়তপুর জেলা, জনাব অনল কুমার দে, সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শরীয়তপুর,জনাব সাব্বীর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ভেদরগঞ্জ, জনাব আব্দুল হেলিম ফকির, জেলা শিক্ষা অফিসার,মোঃ মেহেদি হাসান প্রমুখ।

Bootstrap Image Preview