Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আয়রন ডোম কিনেছে সৌদি’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৭ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৭ PM

bdmorning Image Preview


ইহুদিবাদী ইসরাইলে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আয়রন ডোম কিনছে সৌদি আরবব। সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রচেষ্টা চলমান থাকা অবস্থায় এ খবর জানা গেল। গোপনে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে বলে যখন নানামুখী খবর পাওয়া যাচ্ছে তখন নতুন এ সংবাদ প্রকাশ হলো।

উঁচু পর্যায়ের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের পত্রিকা আল-খালিজ অনলাইন গতকাল (বুধবার) জানিয়েছে, ওয়াশিংটনে আমেরিকার মধ্যস্থতায় বৈঠক হওয়ার পর ইসরাইলের কাছ থেকে আয়রন ডোম কিনেছে সৌদি আরব।

পত্রিকাটি বলেছে, কয়েক কোটি ডলারের এ চুক্তি আাগমী ডিসেম্বর থেকে বাস্তবায়ন করা হবে। ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেলে সৌদি আরব তা প্রথমে ইয়েমেন সীমান্তে মোতায়েন করবে। গত সাড়ে তিন বছর ধরে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

প্রথম দিকে ইসরাইল কোনো আরব দেশের কাছে আয়রন ডোম বিক্রি করতে রাজি ছিল না। তেল আবিব তখন সব আরব দেশেকেই তাদের স্বার্থের জন্য বিপজ্জনক মনে করত। তবে আমেরিকার হস্তক্ষেপে ইসরাইল সে অবস্থান থেকে সরে গেছে। অবশ্য, সৌদি আরবকে এই গ্যারান্টি দিতে হচ্ছে যে, এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কোনোভাবেই তেল আবিবের জন্য হুমকি সৃষ্টি করবে না।

এমন সময় সৌদি আরব ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে যখন এ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞ মহলে যথেষ্ট সংশয় রয়েছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিট অব টেকনোলজি’র (এমআইটি) অধ্যাপক থিওডোর এ. পোস্টোল বলেছিলেন, শত্রুপক্ষের ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দিক দিয়ে আয়রন ডোমের কার্যকারিতা শতকরা পাঁচ ভাগেরও কম।

সৌদি আরব বর্তমানে দারিদ্রপীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া এ আগ্রাসনে ইয়েমেনের অন্তত ১৪ হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছে।

Bootstrap Image Preview