Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেরি স্বল্পতা, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২০ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২০ PM

bdmorning Image Preview


মানিকগঞ্জ প্রতিনিধিঃ

পানি বৃদ্ধির সাথে পদ্মায় তীব্র স্রোতের কারণে স্বাভাবিক ফেরি চলাচল ব্যহত হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উভয় ঘাটে প্রচুর যানজট দেখা যায়। প্রায় ৬ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় বসে আছে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক অফিস সূত্র জানায়, এ রুটে চলাচলরত ১৭টি ফেরির মধ্যে ১৫টি চলছে। বড় আকরের ২টি ফেরি খানজাহান আলী ও কেরামত আলী স্থানীয় ভাসমান কারখানা মধুমতিতে সাময়িক মেরামতে রয়েছে। চলতি বর্ষা মৌসুমের শেষের দিকে পদ্মা-যমুনায় হটাৎ পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। ফলে ফেরিগুলো চলতে দ্বিগুনেরও বেশি সময় লাগছে।

এ রুটে চলাচলরত ফেরিগুলো অনেক পুরনো। ফেরির ইঞ্জিনে দুর্বলতাসহ নানা সমস্যা থাকায় মাঝে মধ্যে ২/১টি ফেরি বিকল হয়ে পড়ে। ফেরি সল্পতা ও পারাপারে দ্বিগুণ সময় লাগায় এ যানজটের সৃষ্টি বলে কর্তৃপক্ষের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী জানিয়েছেন।

বিআইডব্লিউটিসির ম্যানেজার শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া প্রান্তে বৃহস্পতিবার বিকাল ৪টায় ৩ শতাধিক বাস-ট্রাক ফেরি পারের অপেক্ষায় ছিল। পাটুরিয়া প্রান্তেও অনুরূপ যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। উভয় প্রান্তে অপেক্ষমাণ যানবাহন ফেরি টার্মিনাল ছাড়িয়ে মহাসড়কে দীর্ঘ লাইনে গড়ায়।

পাটুরিয়া প্রান্তে ঘাটমুখী যানবাহনের চাপ কমাতে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী সংযোগ মোড় থেকে আরিচামুখী সড়কে ট্রাকগুলোকে আটকিয়ে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ অবস্থা ৩/৪ দিন ধরে চলছে বলে যানবাহন শ্রমিকরা জানিয়েছেন।

Bootstrap Image Preview