Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাসে তাস খেলার জন্য সিট ছেড়ে না দেওয়ায় ছাত্রলীগ পরিচয়ে হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:১২ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:১২ PM

bdmorning Image Preview


জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও চ্যানেল নাইন এর স্টাফ রির্পোটার রিয়াজের রহমানের উপর অতর্কিত হামলা চালিয়েছে তথাকথিত ছাত্রলীগ কর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুর বেলা ১১টায় জবির দুর্জয় বাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, মিডটার্ম পরীক্ষা থাকায় সাংবাদিক রিয়াজসহ তার সহপাঠীরা দুর্জয় বাসের ভিতরে বসে পড়াশুনা করছিলেন। এ সময় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ১২তম ব্যাচের শিক্ষার্থী মুসফিক খান আদরের নেতৃত্বে মেহেদি, শান্ত, পার্থ, শিবলি, ফুয়াদসহ ছাত্রলীগের বেশ কয়েকজন তথাকথিত কর্মী তাদের আসন থেকে উঠে যেতে বলে। কারণ হিসেবে তারা ঐ আসনগুলোতে তাস খেলবে বলে জানায়।

পরে তাদের ছাত্রত্ব সম্পর্কে জানতে চাইলে তারা নিজেদের ছাত্রলীগকর্মী বলে পরিচয় দেয় এবং অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করে। এক পর্যায়ে অর্তকিত হামলা চালায় রিয়াজের উপর। রিয়াজের বন্ধুরা এগিয়ে আসলে তাদের ও মেরে আহত করা হয়। হামলায় নারীসহ তিন শিক্ষার্থীও আহত হয়। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।

ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ দিতে গেলে তারা উভয়েই তাদের ছাত্রলীগের কোনো পদে নেই বলে দাবি করেন।

জবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেন বলেন, তারা ছাত্রলীগের কেও নয়। ছাত্রলীগের নাম ব্যবহার করে তারা হামলা চালিয়েছে।

হামলাকারীদের বিচারের দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো নিস্তার জাহান কবিরসহ বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগ দেওয়ার সময় জবি প্রক্টর নূর মোহাম্মদ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার আশ্বাস দেন।

Bootstrap Image Preview