Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহত

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৪ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৪ AM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় শ্রীপুর পৌরসভার কেওয়া (বকুলতলা) গ্রামের জালাল উদ্দিনের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সদরের আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৫৫) ও তাঁর ছেলে সেলিম মিয়া (২০)। 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, আনোয়ার হোসেন প্রায় তিন বছর আগে কাজের সন্ধানে নেত্রকোনা থেকে স্ব-পরিবারে গাজীপুরের শ্রীপুরে আসে। তারা পৌরসভার কেওয়া গ্রামের জালাল উদ্দিনের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে থেকে। পরে আনোয়ার হোসেন এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে। মা এবং ছেলে স্থানীয় নাকিব স্পিনিং মিলে শ্রমিকের চাকরি নেয়।

বৃহস্পতিবার সকালে ছেলে সেলিম মিয়া ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়। মা সেলিনা আক্তার ছেলেকে বাঁচাতে হাত ধরে টান দিলে মা-ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

নিহতের পরিবারের পক্ষ থেকে কারও কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Bootstrap Image Preview