Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৭ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৬ AM

bdmorning Image Preview


নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। জনগণ যাতে স্বাস্থ্য সেবা সঠিকভাবে পায় সে জন্যে সকল ধরনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 'সুপার স্পেশালাইজড হাসপাতাল' প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে কোন মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না। আমরা ১৯৯৭ সালের ৩১ জুলাই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করি। অনেক বাধা-বিপত্তি, ঝড়-ঝাপটা পার হয়েই আমাদের এটা করতে হয়েছিল। আমাদের লক্ষ্য ছিল স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। মানুষ যাতে উন্নত চিকিৎসা পায়। বিশেষজ্ঞ ডাক্তার, গবেষক, নার্স তৈরি করা। দেশের স্বাস্থ্য সেবা উন্নত মানের করা, আন্তর্জাতিক মানের করা। তারই পাশাপাশি জাতির পিতার লক্ষ্যকে সামনে রেখে ৬০০০ গ্রামীণ জনগোষ্ঠীর জন্যে একটি করে কমিউনিটি ক্লিনিক করেছিলাম। কারণ বঙ্গবন্ধু করেছিলেন প্রতিটি ইউনিয়নে ১০ বেডের হাসপাতাল স্থাপন করেছিলেন।

শেখ হাসিনা বলেন, প্রতিটি বিভাগীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে এফিলিয়েটেড থাকবে সেই বিভাগের প্রতিটি সরকারি-বেসরকারি মেডিকেল। কারণ নতুন নতুন বেসরকারি মেডিকেল হচ্ছে সেখানে কি পড়াশোনা হচ্ছে? কেমন পড়াশোনা হচ্ছে নাকি আদৌ হচ্ছে না। নাকি রোগী মারার ডাক্তার হচ্ছে? এসব দেখার দায়িত্ব কিন্তু আমাদেরই। মান-সম্মত শিক্ষার জন্যে মেডিকেল বিশ্ববিদ্যালয় এসবের প্রতি নজর রাখবে।

Bootstrap Image Preview