Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে সরকারি চাল বরাদ্দে অনিয়মের অভিযোগে দুই ডিলার আটক

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০২ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৬ AM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে নিম্ন অায়ের মানুষদের নিকট প্রতি কেজি চাল ১০ টাকা দরে বিক্রির জন্য সরকারি চাল বরাদ্দে অনিয়মের অভিযোগে দুই ডিলার অাটকসহ ১৬০ বস্তা চাল জব্দ করেছে র‍্যাব-১৪ । অাটককৃত হলেন শিবপুর ইউনিয়ন ডিলার মিজানুর রহমান ও তার সহযোগী কামরুল ইসলাম।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার শিবপুর ইউনিয়নের শুম্ভপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের অাটক করা হয়।

ভৈরব র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শম্ভুপুর রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১৬০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ডিলার মিজানুর রহমানের ছনছাড়া এলাকার গুদামে ১২০ বস্তা চাল মজুদ থাকার কথা থাকলেও সেখানে মাত্র২৪ বস্তা চাল পাওয়া যায়। বাকি ৯৬ বস্তা চালের সঠিক হিসাব পাওয়া যায়নি। বাকি চালের বস্তা গায়েব করছে ডিলার।

১০ টাকা কেজি দরের চাল বিক্রির জন্য উপজেলার শিবপুর ইউনিয়নে দুইজন ডিলার নিয়োগ দেওয়ার কথা। কিন্তু সেখানে মিজানুর রহমানকেই একমাত্র ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ফলে ওই ইউনিয়নের জন্য বরাদ্ধ করা ৩৭৬ বস্তা চাল তাঁকেই সরবরাহের জন্য ভৈরব উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরীফ মোল্লা অনুমতিপত্র দেন।

বরাদ্ধ করা এই চাল চলতি মাসের ৯ তারিখ ভৈরব বাজারস্থ খাদ্য গুদাম (এলএসডি গোডাউন) থেকে  সরবরাহ নিয়ে বিতরণের কথা ছিল। কিন্তু ডিলার মিজানুর রহমান এ সময় নিজের নামে ১২০ বস্তা এবং তাঁর সহযোগী কামরুল ইসলামের নামে ১৬০ বস্তা চাল উত্তোলন করেন বলে র‍্যাবের দাবি র‌্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, প্রতিটি ইউনিয়নে দুজন করে ডিলার নিয়োগ দেওয়া অাছে। কিন্তু শিবপুর ইউনিয়নে মাত্র একজন ডিলার  নিয়োগ দেওয়া হয়েছে। ডিলার মিজানুর রহমান একাই দুজনের বরাদ্দকৃত চাল নিয়ে তার নিজস্ব গুদামে সংরক্ষণ করে রাখে। তার গুদাম ১২০ বস্তা চাল থাকার কথা কিন্তু সেখানে মাত্র ২৪ বস্তা চাল পাওয়া যায়। বাকী চালের বস্তা গায়েব করে দেয়  তিনি। গায়েবকৃত চালের কোন সন্ধান পাওয়া যায়নি। 

Bootstrap Image Preview