Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়িয়ায় নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৬ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৬ AM

bdmorning Image Preview


শরীয়তপুরের নড়িয়ায়নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। গতকাল বুধবার (১২সেপ্টেম্বর) বিকালে নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরেবেগম আশরাফুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় ১০২০ পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, নড়িয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, নড়িয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম উদ্দিন, শেরপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তারসহ জেলা পরিষদের সদস্য ও উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এবং বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভয়াবহতম নদী ভাঙ্গন কবলিত এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম’এর রত্নগর্ভা মা বেগম আশরাফুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় ১০২০ পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছিল চাল ডাল তেল লবণ আটা আলু পেয়াজ ওর স্যালাইন একটি করে শাড়ি ও লুঙ্গি। 

Bootstrap Image Preview