Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে শতবর্ষী গাছের পচন, ডাল ভেঙে পড়ে বাড়ছে দুর্ঘটনা

শহিদুল ইসলাম
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪১ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪১ PM

bdmorning Image Preview


শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

যশোর-বেনাপোল মহাসড়কের দুই ধারে শতবর্ষী বড় বড় গাছগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব গাছ বয়সের ভারে অনেক ডালে পচন ধরে ডালপালা শুকিয়ে যাচ্ছে। আর এগুলো ভেঙে নিচে পড়ে পথচারীরা হতাহতের শিকার হচ্ছেন।

বিভিন্ন বাজার এলাকায় মহাসড়কের পাশের গাছগুলোর গোড়ায় বসানো হয়েছে অস্থায়ী দোকান। এছাড়া যশোর-বেনাপোলের মতো এমন হাইওয়ে ব্যস্ততম সড়কে সার্বক্ষণিক বিভিন্ন যানবাহনের অবাদ চলাচল ফলে এখানকার গাছগুলো দুর্বল হয়ে ডালপালা শুকিয়ে মারাত্বকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

৩৮ কিলোমিটার সড়কের দুধারের বিভিন্ন জায়গায় জায়গায় গাছ প্রায় মরে শুকিয়ে যাওয়ার মত হয়ে গেছে। এ সমস্ত গাছ যখন তখন ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে।

এছাড়াও আশপাশের বিভিন্ন বাজার সংলগ্ন অনেকগুলো গাছের ডাল শুকিয়ে গেছে। যেকোন সময় ডাল পড়ে পথচারীসহ যানবাহনের ক্ষতিগ্রস্ত হতে পারে। শুকনো উঁচু গাছের কান্ডগুলো ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। ব্যবস্থা না নিলে যখন তখন জনবহুল এলাকার এ গাছগুলোর ডালপালা পড়ে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।

ব্রিটিশ আমলের গাছগুলোর কাটা এবং না কাটা নিয়ে বিভিন্ন তর্কবিতর্ক হলেও এখনো পর্যন্ত কোন সঠিক সিদ্ধান্তের খবর সাধারণ মানুষের কানে না আসলেও গাছ কাটার বিষয়ে কোন মাথা ব্যাথা নেই জনগনের মাঝে।

এলাকাবাসী জানান, ছোট ছোট শুকনো ডালপালা গুলো প্রায়ই ভেঙে পড়ছে এতে করে ছোট ছোট আহতের ঘটনা ঘটছে যা প্রিন্ট বা ইলেকট্রিক মিডিয়াই খবর হয়ে আসে না। এখন বর্তমান অবস্থাতে মনে হচ্ছে ডাল ভেঙে মৃত্যুর মিছিল না হওয়া পর্যন্ত মনে হয় কর্তৃপক্ষের দৃষ্টি কাড়বে না।

শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আমিনুর রহমান বলেন, গাছ মানুষের সবচেয়ে কাছের বন্ধু। এ গাছ যাদের কারণে এবং যে কারণে মরে যাচ্ছে সেটা চিহ্নিত করে ব্যবস্থা নেয়া উচিত। তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া দরকার, তা না হলে বর্ষায় পঁচা গাছের শুকনো ডাল পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

গাছের শুকনো ডাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই হাইওয়ে সড়কের গাছগুলো ঘুরে ঘুরে দেখে দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া জরুরি। ঝুঁকিপূর্ণ গাছ ও গাছের ডাল কাটার জন্য যশোর জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথ বিভাগ খুব তাড়াতাড়ি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করেন যশোর-বেনাপোল এর ব্যস্ততম হাইওয়ে মহা সড়কে চলাচলকারী সচেতন মহল।

Bootstrap Image Preview