Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বজ্রপাতে একসাথে দুই স্কুলছাত্রী নিহত, দগ্ধ আরও ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৪ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জের সাঁইহাটিতে বজ্রপাতে দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় গুরুতর দগ্ধ হয়েছে আরও দু'জন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কয়েক দফা বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় তারা প্রাইভেট পড়তে যাচ্ছিল। বৃষ্টির কারণে তারা নিকটস্থ একটি বাঁশঝাড়ের নিচে আশ্রয় নিয়েছিল।

নিহতরা হলেন- সাঁইহাটি গ্রামের বেল্লাল খাঁর মেয়ে বিলকিস খাতুন ও চাম্পাফুল গ্রামের আকবর আলির মেয়ে মুসলিমা খাতুন ময়না। গুরুতর দগ্ধ তেতুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সাথী সুলতানা ও বালাপোতা গ্রামের আবদুর রহিমের মেয়ে রুবিনা আকতার। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত ও আহতদের সবাই স্থানীয় চাম্পাফুল এপিসি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয় অভিভাবক মুরারী মোহন জানান, তারা তাদের বিদ্যালয়ের শিক্ষক জগন্নাথ স্যারের বাসায় যাচ্ছিল প্রাইভেট পড়তে। গ্রামের অরুন মেম্বরের বাড়ির ধারে আসতেই বৃষ্টির সাথে শুরু হয় দফায় দফায় বজ্রপাত। বজ্রপাতে চার বান্ধবী আহত হতেই গ্রামবাসী তাদের উদ্ধার করে প্রথমে আশাশুনি হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যায় বিলকিস। পরে তাদের নিয়ে আসা হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। সেখানে সন্ধ্যায় মারা যায় মুসলিমা ময়না। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বজ্রপাতে দুই স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview