Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু ২৮ নভেম্বর, শেষ ১১ ডিসেম্বর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০১ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৩ AM

bdmorning Image Preview


আগামী ডিসেম্বরের শেষ সপ্তায় সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনের পরিপেক্ষিতে ওই মাসের ১১ তারিখের মধ্যে সবস্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ড। 

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনের আগে স্কুলের বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষা থাকায় উৎকন্ঠায় অভিভাবকরা।

এ অবস্থায় অভিভাবকদের দাবি যতটা সম্ভব পরীক্ষা এগিয়ে নিয়ে আসার।

বোর্ড বলছে, আগামী ২৮ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ১১ই ডিসেম্বরের মধ্যে শেষ হবে পরীক্ষা। নির্বাচনের আগেই পরীক্ষার সব ধরনের কাজ শেষ হবে।

যথাসময়ে পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে সকল ধরনের নির্দেশনাও স্কুলে দেয়া হয়েছে।

বার্ষিক পরীক্ষা স্কুল কর্তৃপক্ষ নিলেও সময়সূচি ঠিক করে দেয় সংশ্লিষ্ট বোর্ড। এদিকে অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষা পয়লা নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ নভেম্বর ।

Bootstrap Image Preview