Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ত্রিশালে আনন্দ র‌্যালি

নাজমুস সাকিব
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩০ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩২ PM

bdmorning Image Preview


নাজমুস সাকিব, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল ডিগ্রী কলেজকে সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সকালে আনন্দ মিছিল ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সরকারি নজরুল ডিগ্রী কলেজ মাঠ থেকে আনন্দ র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজে এসে শেষ হয়।

পরে এক আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সাংসদ আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সরকারী নজরুল ডিগ্রী কলেজের অধ্যাপক এনামুল হক, বজলুল করীম শাহিন, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম যুগ্ম আহবায়ক শরিফুজ্জামান প্রমুখ।

আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মতিন সরকার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। শিক্ষা খাতে গুরুত্ব দিয়ে ব্যাপক উন্নয়ন করেছেন। এরই ধারাবাহিকতায় নজরুল কলেজটি তিনি সরকারি করেছেন। আগামী নির্বাচনে বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করার জন্য এই আসনটি উপহার দেয়ার জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য যে কলেজটি ১৯৬৭ সালে জাতীয় কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে নজরুলের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি সরকারিকরণের দাবি করে আসছিল ত্রিশালবাসী। দীর্ঘ ৫০ বছর অপেক্ষার পর বর্তমান প্রধানমন্ত্রী এ দাবিটি বাস্তবায়ন করেন।

Bootstrap Image Preview