Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বন্যার্তদের পিঠে চড়িয়ে ১০ লাখ টাকার গাড়ি পেলেন জেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০২ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০২ PM

bdmorning Image Preview


ভারতের কেরালায় ভয়াবহ বন্যার সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যেখানে দেখা গেছে, হাঁটুপানির মধ্যে এক ব্যক্তি হাত ও হাঁটুতে ভর দিয়ে পানির মধ্যে উপুড় হয়ে রয়েছেন। আর তার পিঠের ওপরে পা রেখে গ্রামের নারীরা উদ্ধারকারী নৌকায় উঠছেন।

জয়সল কেপি নামে ওই যুবক পেশায় মৎস্যজীবী। এমন সাহসিকতার জন্য তাকে পুরস্কৃত করেছে দেশের একটি নামকরা গাড়ি প্রস্তুতকারী সংস্থা।

মাহিন্দ্রা কোম্পানির এক ডিস্ট্রিবিউটর এরাম মোটরস তার হাতে তুলে দিয়েছে ১০ লাখ টাকা দামের একটি মারাজ্জো গাড়ি।

এবেলার খবরে বলা হয়, ভারতের কেরালার মলপ্পুরম জেলার বাসিন্দা ৩২ বছর বয়সী যুবক জয়সলের নিজের গ্রাম ভেসে গিয়েছিল পানি স্রোতে। তবুও সেনাবাহিনীরা যখন উদ্ধারকাজে আসে, তখন তাদের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধারে নেমে পড়েন জয়সল। ২১ মাসের একটি শিশুকেও উদ্ধার করেছিলেন তিনি।

জয়সলের ভাষ্য, তিনি ওই মুহূর্তে যা ভেবেছিলেন তাই করেছেন। একবারও তিনি বিখ্যাত হওয়ার কথা ভেবে এমন কাজ করেননি। তবে নতুন গাড়ি পাওয়ার বিষয়ে তিনি বলেন-আমি মনে করি, এই গাড়ি দিয়ে আরও মানুষের সাহায্য করা যাবে।

Bootstrap Image Preview