Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পৌর কাউন্সিলরের বাড়ি থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৮ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৮ PM

bdmorning Image Preview


গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাজু সরদারের বাড়ি থেকে ৬১০ পিস ইয়াবা ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) পুলিশ বাদী হয়ে কাউন্সিলর সাজু সরদারের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন। এর আগে সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাজু সরদার, তার দুই ভাই শামিম সরদার ও লাজু সরদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসার প্রতিবাদ করলে, তারা মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানী ও নির্যাতন চালিয়ে আসতো বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

এসব ঘটনা সহ্যের বাইরে চলে গেলে এলাকাবাসি মাদক ব্যবসার সাথে জড়িত কাউন্সিলর সাজু সরদার ও তার দুই ভাই শামিম সরদার ও লাজু সরদারকে গ্রেফতার ও তাদের বাড়ি তল্লাসির দাবিতে পোষ্টার লিফলেটে ছেয়ে দেয় সুন্দরগঞ্জ পৌর এলাকায়।

এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান সরদারকে মারপিট ও লাঞ্ছিত করে কাউন্সিলর সাজু সরদার। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাজু সরদারকে গ্রেফতার করে। 

এদিকে এলাকাবাসীর পোস্টার-লিফলেটের সূত্র ধরে ও মাদকদ্রব্য মজুত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আবদুস সোবহানের নেতৃত্বে শহরের সোনালী ব্যাংক সংলগ্ন ও সুন্দরগঞ্জ থানার ২০০ গজ দুরে কাউন্সিলর সাজু সরদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাড়ি তল্লাশি করে রাম দা ও দেশীয় ধারালো অস্ত্রসহ ৬১০ পিস ইয়াবা উদ্ধার করেন।

সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আব্দুস সোবহান অস্ত্র ও মাদক উদ্ধারের কথা স্বীকার করে জানান, কাউন্সিলর সাজু সরদারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান সরদারকে মারপিট ও লাঞ্ছিত করার প্রতিবাদে কাউন্সিলর সাজু সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সুন্দরগঞ্জ ডি. ডব্লিউ ডিগ্রী কলেজ ও সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শত শত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ ডি. ডব্লিউ ডিগ্রী কলেজের প্রভাষক আইয়ুব আলী সরকার, মহিলা কলেজের সহকারী অধ্যাপক মধুসূদন চাকী মিন্টু, প্রভাষক মিজানুর রহমান মিজান।

মানববন্ধনে বক্তারা অধ্যক্ষ লাঞ্ছিতকারী 'মাদক সম্রাট' গ্রেফতারকৃত সাজু সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন আগে একটি মিছিল উপজেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

Bootstrap Image Preview