Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভোরের মধ্যেই পানিবন্দি রংপুরের ২০ হাজার মানুষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫১ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫২ PM

bdmorning Image Preview


তিস্তার পানি বেড়ে রংপুরের গঙ্গাচড়ার তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ভোরের মধ্যেই ডুবে যায় বিস্তীর্ণ এলাকা। এতে পানিবন্দি হযে পরে প্রায় ২০ হাজার মানুষ।

গতকাল রাত থেকে উপজেলার লক্ষ্মীটারীসহ তিনটি ইউনিয়নে পানি ঢুকতে শুরু করে।

ঘরবাড়ি ভেসে যাওয়ায় চর শঙ্করদহ, চর কলাগাছিসহ ২০টি গ্রামের মানুষ পড়েছেন বিপাকে। হঠাৎ পানিবন্দি হয়ে পড়ায় খাবার ও বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে।

এদিকে, সকালেও তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। উজানে পানি বাড়ায় প্রবাহের জন্য খুলে দেয়া হয় ব্যারেজের সব গেট। ক্ষতিগ্রস্ত অবকাঠামো রক্ষায় দুর্গত এলাকায় বালুর বস্তা ফেলা হচ্ছে।

পানিবন্দি অনেকে শেষ সম্বলটুকু সরিয়ে নিচ্ছেন। তবে ব্যাপক ক্ষতি হয়েছে উঠতি ফসলের।

Bootstrap Image Preview