Bootstrap Image Preview
ঢাকা, ০৮ শনিবার, আগষ্ট ২০২০ | ২৪ শ্রাবণ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন ওআইসির সংসদ সদস্যরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৬ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৬ PM

bdmorning Image Preview


কূটনৈতিক প্রতিবেদক

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করলেন ওআইসির সংসদ সদস্যরা।

আজ মঙ্গলবার ওআইসির সদস্য দেশগুলোর সংসদীয় কমিটির ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপির সাথে বৈঠককালে তারা এই কথা বলেন।

বৈঠকে রোহিঙ্গা সমস্যা এবং বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ওআইসির সংসদ সদস্যদের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।

পিওআইআইসি সচিব মহাসচিবের সাথে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে খাদ্য, আশ্রয়, চিকিৎসা এবং অন্যান্য মানবিক সেবা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের মানবিক সেবা প্রদানে ওআইসি'র ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সমর্থনকে প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মিয়ানমারের এই বিচ্ছিন্ন জনগোষ্ঠীর স্বদেশ প্রত্যাবর্তনের জন্য ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে তিনি তাদের জানান।

মন্ত্রী জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে তাদের বিষয়ে আলোচনার ক্ষেত্র তৈরিতে ওআইসিভুক্ত দেশগুলো সমর্থন কামনা করেন।

আগামীকাল আলজেরিয়া, ইরান, মালয়েশিয়া, মরোক্কো, সুদান এবং তুরস্কের সমন্বয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পিজিসি'র প্রতিনিধিদলের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview