Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চা চাষে বালিয়াডাঙ্গীর সর্বস্তুরের মানুষকে এগিয়ে আসার আহ্বান

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১০:২২ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৩ AM

bdmorning Image Preview


চা চাষীদের পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, মসজিদের ইমাম, পুরোহিতসহ সকল মানুষ একমত হয়ে চা চাষ করলে উত্তরবঙ্গের বালিয়াডাঙ্গী উপজেলা বৈপ্লবিক ভূমিকা রাখবে। এ জন্য সর্বস্তরের মানুষকে চা চাষে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ চা বোর্ডের সদস্য মোঃ গোলাম মাওলা।  

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হল রুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা বোর্ডের নর্দান বাংলাদেশ প্রকল্প, বালিয়াডাঙ্গীর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় বালিয়াডাঙ্গী উপজেলায় ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে এ কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যের সময় এ মন্তব্য করেন। 

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এক সময় চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। চা চাষীদের চা চাষে উদ্বুদ্ধ করতে নানা কার্যক্রম পরিচালনা করেছেন। চা বোর্ডে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

কর্মশালার পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের নর্দান বাংলাদেশ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শামীম আল মামুন, উপজেলা কৃষি অফিসার শাফীয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সামশুল হক, মৎস্য অফিসার শাহাদাৎ হোসেন, বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) এটিএম সিফাতুল মাজদার প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি সাংবাদিক আল মামুন জীবনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও চা চাষীরা।

আলোচনা শেষে বিকালে চা চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

Bootstrap Image Preview