Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪১ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪১ AM

bdmorning Image Preview


রাজশাহীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৫০৬ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক এএফএম আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুলাল মোহনপুর উপজেলার হরিহর গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে। র‍্যাবের দাবি, নিহত দুলাল একজন মাদক ব্যবসায়ী। 

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক এ এফ এম আশরাফুল ইসলামের বলেন, সোমবার দিবাগত রাতে মোহনপুরে র‍্যাবের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ১০ জনের একটি দল ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি দেখে পালাতে চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাদের পিছু নিলে তারা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়।বাকিরা পালাতে সক্ষম হলেও আহত অবস্থায় দুলাল মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি জানান, পরে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৫০৬ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Bootstrap Image Preview