Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'তুই' সম্বোধন করায় শুভ খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৪ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:০০ AM

bdmorning Image Preview


সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ‘তুই’ বলে সম্বোধন করায় রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় খুন হয় কিশোর মেহেদী হাসান শুভ।

রবিবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, হত্যা মামলার প্রধান আসামি সাইফসহ ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ। গ্রেফতারের সময় প্রধান আসামী সাইফের নিকট হতে ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

ডিবি উত্তরের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর দক্ষিনখান ও উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সাইফ, মনির, আরাফাত, সাইফুল, মেহেরাব, আপেল, সিফাত ও সোহেল। গ্রেফতারকৃতরা ওই এলাকায় চাঁদাবাজি, ইভটিজিং, ছিনতাই'র মত ছোট ছোট অপরাধের সাথে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

মাসুদুর রহমান বলেন, উত্তরার দক্ষিণখানে দুইটি কিশোর গ্রুপ সক্রিয়ভাবে কাজ করছে। একটি আরাফাত গ্রুপ, অন্য একটি শান্ত গ্রুপ। নিহত কিশোর মেহেদী শান্ত গ্রুপের সদস্য ছিল। মেহেদী না জেনে আরাফাত গ্রুপের এক সিনিয়র সদস্যকে ‘তুই’ বলে সম্বোধন করলে তাৎক্ষণিকভাবে তাদের মাঝে মারামারি শুরু হয়।

তিনি বলেন, পূর্বপরিকল্পিতভাবে ৩১ আগস্ট স্থানীয় সংসদ সদস্যের একটি পথসভার মিছিল নিয়ে আসে শান্ত গ্রুপের ভিকটিম মেহেদী, নাজমুলসহ অনেকে। সেখানে শত শত মানুষের মাঝে তাদের ওপর হামলা করে আরাফাত গ্রুপের সদস্যরা। এ সময় ভিকটিম মেহেদীর বাম হাতে ও বুকের বাম পাশে সুইচ গিয়ার ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

পুলিশের এই উপ-কমিশনার বলেন, ঘটনাস্থলের সিসি ফুটেজ দেখে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ৮ জনকে সিলেট ও দিনাজপুর থেকে গ্রেফতার করে ডিবি উত্তর। হত্যাকাণ্ডে যে ছুরি ব্যবহার করা হয় সেটাও উদ্ধার করা হয়েছে। .

এ বিষয়ে জানতে চাইলে ব্রিফিং শেষে ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশের ডিসি মশিউর রহমান জানান, আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। ওই এলাকায় যারা নিজেদের আধিপত্য বিস্তারে তাদেরকে কাজে লাগাতো আমরা তাদেরকেও আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Bootstrap Image Preview