Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেল স্টেশন ভবনের উদ্বোধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৭:৪৯ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা কার্যলয়ের অদূরে নির্মিত বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেল স্টেশনটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল স্টেশন ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এতে স্বপ্নপূরণ হলো দেশবাসীর আর গর্বিত হলো কালিয়াকৈরবাসী।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্র জানায়, ৩৪ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৭৯৪ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন। অতিচমৎকার এ রেলস্টেশনটি আকারে ছোট হলেও এর মূল ডিজাইন রাজধানীর কমলাপুর রেলস্টেশনের আদলে করা হয়েছে। ঢাকা থেকে বঙ্গবন্ধু হাইটেক সিটি এবং  হাইটেক সিটি থেকে রাজধানীতে কয়েক ধাপে ডেমু ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হবে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন। এছাড়া রাজশাহী থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে রাজশাহীগামী সকালে দুইটি আর বিকালে দুইটি আন্তঃনগর ট্রেনে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলষ্টেশন থেকে যাত্রী উঠা নামার জন্য রেল কর্তৃপক্ষের নিকট প্রস্তাব করা হয়েছে। 

আর এসব কোম্পানিতে রাজধানীর বিভিন্ন স্থানসহ গাজীপুর জেলা শহর থেকে যেন অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু হাইটেকসিটিতে যাতায়াত করতে পারেন এবং যথা সময়ে বাসায় ফিরতে পারেন এ জন্য হাই-টেক সিটির পশ্চিম পাশে একটি অত্যাধুনিক রেলষ্টেশন স্থাপন করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ সূত্র আরো জানায়, বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনটি শুধু বঙ্গবন্ধু হাইটেক সিটি পার্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নয়।গাজীপুরের কালিয়াকৈর উপজেলাসহ এলাকার শিল্প-কারখানায় কর্মরত বিভিন্ন জেলা থেকে আগত লোকজন এর উপকার ভোগ করবে। বঙ্গবন্ধু হাইটেক সিটির জন্য মির্জাপুর ও মৌচাক স্টেশনের মধ্যবর্তী কালিয়াকৈরে একটি বি-ক্লাশ স্টেশন নির্মাণ করা হয়েছে। এই রেলষ্টেশনের জন্য অর্থ সহায়তা দিয়েছেন জিওবি নামক একটি প্রতিষ্ঠান। রেল স্টেশন নির্মাণাধীণ প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাষ্টাকচার লিমিটেড এর প্রকৌশলী  সাইদুল ইসলাম জানান, রেল কর্তৃপক্ষের নিদের্শমতে অতি যত্নের সাথে স্টেশন নির্মাণ কাজ শেষ করা হয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম, মোজাম্মেল হক এমপি, উপজেলা পরিষদেও চেয়ারম্যান রেজাউল করীম রাসেল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন শিকদার, সাধারণ সম্পাদক মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, ইউএনও মু.সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম, মোজাম্মেল হক এমপি সংক্ষিপ্ত বক্তব্যের পরে রেল চলাচল শুরু হয়।  

অপরদিকে সারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনের অংশ হিসেবে কালিয়াকৈর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

Bootstrap Image Preview