Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাসপাতালেই থাকছেন ভিপি নুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:৫১ AM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:৫১ AM

bdmorning Image Preview


মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মীর হামলায় আহত ডাকসু ভিপি নুরুল হক নূরকে আরও দুদিন হাসপাতালে থাকতে হচ্ছে।

সুস্থ হয়ে ওঠায় নূরকে বৃহস্পতিবারই ছাড়পত্র দেওয়া হচ্ছে বলে দুপুরে সাংবাদিকদের জানিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ কে এম নাসির উদ্দিন।

কিন্তু রাতে তিনি জানান, কনুইয়ের একটি এক্সরে পরীক্ষার প্রতিবেদন আসতে দেরি হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়নি নূরকে।

নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (বৃহস্পতিবার) কাউকেই ছাড়পত্র দেওয়া হয়নি। নূরকে আজ ছাড়পত্র দেওয়ার কথা ছিল। কিন্তু এক্সরে প্রতিবেদন আসতে বিলম্ব হওয়া আজ ছাড়পত্র দেওয়া হয়নি। শনিবার এ বিষয়ে মেডিকেল বোর্ড প্রতিবেদন দেখে সিদ্ধান্ত নেবে।”

নূরসহ আটজন এখন হাসপাতালে রয়েছেন। বাকিদের অবস্থাও উন্নতির দিকে বলে হাসপাতালের পরিচালক জানান। দুপুরের সংবাদ সম্মেলেন নাসির বলেন, “সবাই 'স্টেবল' আছেন।

“সোহেলকে এইচডিইউতে আনা হয়েছে, তার অবস্থা ভালো। ফারাবীকেও এইচডিইউতে রাখা হয়েছে। অনেক দর্শনার্থী আসছে, তাই একটু নীরব পরিবেশ প্রয়োজন। এ কারণে ফারাবীকে এইচডিইউতে রাখা হয়েছে।”

এছাড়া আমিনুলের কিডনিতে সামান্য সমস্যা থাকায় তাকে নেফ্রোলজি বিভাগে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

'মেহেদী হাসানের ব্লাড প্রেসার সামান্য বেশি আছে, তবে তিনি ভালো আছেন। ফারুকের কানে সামান্য সমস্যা রয়েছে, তবে তিনিও সম্পূর্ণ ভালো আছেন।' নাজমুল ও আরিফও শঙ্কামুক্ত বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে রোববার হামলার শিকার হন ভিপি নুরুল হক নূর। গত রোববার ডাকসু ভবনে ভিপি নূরের কক্ষে ঢুকে তাকেসহ তার সঙ্গীদের ব্যাপক মারধর করে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী।

হামলার পর আহত ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই দিনই ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৪ জনের মধ্যে নয়জন ছাড়া পান সোমবার।

নূরের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাশেদ খান বুধবার অভিযোগ করেছিলেন, আহতদের শারীরিক অবস্থা নিয়ে লুকোচুরি করা হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেলের পরিচালক সংবাদ সম্মেলনে বলেন, “আমি আটজনের শারীরিক অবস্থা বলেছি, এখানে কারও শারীরিক অবস্থা নিয়ে লুকোচুরি করা হয়নি।

'তাদের চিকিৎসার জন্য প্রথমে ১১ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। পরে আরও দুজন বাড়িয়ে মোট ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এত বড় বোর্ড আর কোনো চিকিৎসার ক্ষেত্রে গঠন করা হয়নি।'

Bootstrap Image Preview