Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার বিরোধী রাশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:০৮ AM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:০৮ AM

bdmorning Image Preview


রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াববভ বলেছেন, তার দেশ ইরানের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞার বিরোধী।

তিনি বৃহস্পতিবার মস্কোয় এক বক্তব্যে বলেন, ইরানের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে যে অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে তা নবায়নের বিরোধিতা করবে মস্কো। রিয়াবকভ তার দেশসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, যেকোনও  বিষয়ে যেকোনও লিখিত চুক্তি বাস্তবায়ন করতে হবে।

ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র নিজে বেরিয়ে যাওয়ার পর এ চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশকেও একই আচরণ করতে উৎসাহিত করার চেষ্টা করছে। কিন্তু রাশিয়া যুক্তরাষ্ট্রের ওই দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের যেকোনও দাবির কাছে আত্মসমর্পন করবে না। কারণ সেক্ষেত্রে ওয়াশিংটন নিত্যনতুন দাবি নিয়ে হাজির হবে। রিয়াবকভ বলেন, যুক্তরাষ্ট্র বহির্বিশ্বের সঙ্গে যে আচরণ করে তা পররাষ্ট্রনীতির ন্যুনতম সৌজন্য বিরোধী।

আমেরিকা নিজের স্বাক্ষরিত চুক্তি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে  ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়। একই বছরের নভেম্বরে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। সূত্র: পার্সটুডে

Bootstrap Image Preview