Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বল হাতে রানার আধিপত্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০২:৫৩ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে মঙ্গলবার (২৪ ডিসেম্বর)। এই পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। 

৫ ম্যাচে ৬.৪৭ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকার করেছেন ২২ বছর বয়সী রানা। যেখানে তাঁর বোলিং গড় ৯.৪৬। বল হাতে এরই মধ্যে সামর্থ্যের জানান দেয়া এই তরুণ জাতীয় দলের রাডারেও চলে এসেছেন এরই মধ্যে। 

রানার পরের স্থানটি দখলে রেখেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। রাজশাহী রয়্যালসের অধিনায়ক ৫ ম্যাচে ৭.৪০ ইকোনমি রেটে ৯ উইকেট শিকার করেন। তাঁর বোলিং গড় ১৫.২২।

তালিকার তিন এবং চার নম্বরে আছেন যথাক্রমে মুজিব উর রহমান ও সৌম্য সরকার। কুমিল্লা ওয়ারিয়র্সের আফগান রিক্রুট মুজিব ৬ ম্যাচে ১৪.৬২ গড় ও ৫.০৮ ইকোনমিতে ৮ উইকেট পান।

মুজিবের সঙ্গে একই দলে খেলা সৌম্য সরকারও বল করেছেন দারুণ। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৬ ম্যাচে তাঁরও উইকেট সংখ্যা ৮টি। তবে ইকোনমি রেট এবং বোলিং গড়ে পিছিয়ে থাকায় মুজিবের পরে অবস্থান করছেন তিনি। সৌম্যর বোলিং ইকোনমি ৯.৭২ এবং গড় ১৯.২৫।

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পাঁচ নম্বরে আছেন রুবেল হোসেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই পেসার ৬ ম্যাচে ২৩.১২ গড় ও ৮.০৪ ইকোনমিতে ৮ উইকেট নিয়েছেন। 

Bootstrap Image Preview