Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামের সফলতার কারণ জানালেন প্লাঙ্কেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৩:০২ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৩:০২ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শেষ হতে চলেছে। ২৭ ডিসেম্বর থেকে শুরু ঢাকা পর্বের খেলা। আগেই ঢাকায় ফিরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখন অব্দি এই আসরের অন্যতম সফল দল তারাই। সদ্য স্কোয়াডে যোগ দেয়া পেসার লিয়াম প্লাঙ্কেট জানিয়েছেন, দল হিসেবে খেলেই সফল চট্টগ্রাম।

চোটের কারণে টুর্নামেন্টের শুরুতে ছিলেন না  দলটির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া স্কোয়াডে থাকলেও এখনো যোগ দেননি ক্রিস গেইল। এরপরও অবশ্য ইমরুল কায়েস এবং রায়াদ এমরিটের অধীনে দুর্দান্ত খেলেছে চট্টগ্রাম। 

মাঝে মাহমুদউল্লাহ ফিরলেও আবারো চোটে পড়েছেন। দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার এবং অধিনায়ক চোটে পরলেও তার অভাব বুঝতে দেননি বাকিরা। প্লাঙ্কেট মনে করেন, দলের জন্য সবাই অবদান রাখছেন বলেই সাফল্য ধরা দিচ্ছে তাদের।

প্লাঙ্কেট বলেন, `আমার মনে হয় দলের সবাই সমান অবদান রাখছে। আর এটাই দল হিসেবে সাফল্য এনে দিচ্ছে আমাদের। ব্যাট হাতে টপ অর্ডার দুর্দান্ত খেলছে, নতুন বলে তরুণ পেসাররাও ভালো করছে। এটাই মূলত সাফল্যের পেছনে কারণ মনে হয়।'

৭ ম্যাচে ৫টি জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম। রাউন্ড রবিন লিগের শেষেও শীর্ষে থাকতে চায় চট্টগ্রাম। শেষ ম্যাচে হারলেও ঘুরে দাঁড়াতে মরিয়া চ্যালেঞ্জার্স শিবির। প্লাঙ্কেটও আশাবাদী ঢাকা পর্বে আরো ভালো করবেন তারা।

ইংলিশ এই পেসারের ভাষায়, `পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্লে অফ খেলতে চাই। গত ম্যাচে আমরা হেরেছি, ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে ব্যাটসম্যানরা। ছেলেরা বেশ পরিশ্রম করছে, আশা করি পরের ম্যাচেই বেশ শক্তভাবে ফিরে আসবো।'

Bootstrap Image Preview