Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি 

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৯ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪টি পরিবারের আধাপাঁকা টিনসেটের বসতঘর।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর গ্রামে মৃত মুক্তার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে সিলেটের ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা না আসায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বেই পুড়ে ছাই হয়ে যায় ওই ৪টি বসতঘরের সকল মালামাল। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে, খবর পেয়ে সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাড় তালুকদার অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে শুকনো খাবার ও কম্বল প্রদান করেন। 

জানা গেছে, রবিবার রাত আনুমানিক আড়াইটায় উপজেলার জয়নগর গ্রামেমৃত মুক্তার মিয়া বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মনির মিয়া, সিরাজ মিয়া, ইলিয়াস মিয়ার বসত ঘরে। এসময় ঘরে থাকা লোকজন শুধু পড়নের কাপড় আর শিশু বাচ্চাদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যান।

খবর পেয়ে ছাতক থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগীতায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন, ফ্রিজ, টেলিভিশন, চাল, ডালসহ ৪টি পরিবারের যাবতীয় আসবাবপত্র।

অগ্নিকাণ্ডের সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, ৪টি পরিবারের সকল কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 



 

Bootstrap Image Preview