Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদে শোক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৭ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের প্রতি গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

আজ রবিবার (২৪ ফেব্রুয়ারি) অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

স্পিকার শোক প্রস্তাবে উত্থাপন করে বলেন, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছে জাতীয় সংসদ। আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি।

একইসঙ্গে এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। এর পর শোক প্রস্তাবটি সংসদ সদস্যদের সর্বসন্মতিক্রমে গৃহীত হয়।

উল্লেখ্য, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জন দগ্ধ হয়ে নিহত হয়েছেন। যার মধ্যে ৪৮ টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি মরদেহগুলো ডিএনএ টেস্ট করে পরিচয় শনাক্তের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Bootstrap Image Preview