Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ঢাকা অ্যাটাক’ টিমের দ্বিতীয় ছবি ‘মিশন এক্সট্রিম’ আসছে আগামী বছর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:২৩ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:২৩ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


‘ঢাকা অ্যাটাক’ এর পর বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা হবে ‘মিশন এক্সট্রিম’। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হবে। এই ছবিতেও চৌকষ ও সাহসী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আরিফিন শুভকে।

ছবিটি নির্মিত হচ্ছে ‘কপ ক্রিয়েশন’র ব্যানারে। সিনেমার কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সানী সানোয়ার। তিনি ছবিটি ও ছবিতে শুভ’র অভিনয়ের ব্যাপারে নিশ্চিত করে বলেন, ‘ঢাকা অ্যাটাক ছবির পর দর্শক এমন আরও ছবি দেখতে চাইছে। অনেক অনুরোধ আসে। সেই চাহিদার উপর ভিত্তি করে ‘মিশন এক্সট্রিম’ নির্মাণ হতে যাচ্ছে।’এই সিনেমাটির গল্প বলার ধরণ, অ্যাকশন দৃশ্য চিত্রায়ণ এবং বিভিন্ন দৃশ্যে প্রযুক্তির ব্যবহার বিশ্বমানে উন্নিত করার পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ‘মিশন এক্সট্রিম’ হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ টিমের দ্বিতীয় সিনেমা। এটি পরিচালনা করবেন ফয়সাল আহমেদ। তিনি ’ঢাকা অ্যাটাক’ সিনেমায় প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ’সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে বলে জানান সানী সানোয়ার।

আগামী বছরের মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। ছবিটি মুক্তিও পাবে আগামী বছরের মধ্যেই। শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান ‘কপ ক্রিয়েশন’।

 

Bootstrap Image Preview