Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অত্যাধুনিক সমরাস্ত্র কিনছে জাপান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:০০ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:০০ AM

bdmorning Image Preview


অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে জাপান। এর মধ্য দিয়ে দেশটির আঞ্চলিক শক্তিধর দেশ হয়ে ওঠার আগ্রহই প্রকাশ পেয়েছে।

নতুন দুটি সরকারি প্রতিরক্ষাবিষয়ক নথির বরাতে মঙ্গলবার জাপানের এ পরিকল্পনার কথা প্রকাশ করা হয়েছে। আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে চীন ও রাশিয়ার নানা প্রতিকূলতার মুখে আগামী পাঁচ বছরে এমন পরিকল্পনা নিয়েছে জাপান।

সাগরাঞ্চলে জাপানের কাছে চীনের সামরিক শক্তি বৃদ্ধি এবং রাশিয়া ফের শক্তি অর্জন করতে থাকায় জাপানের মিত্র যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই চাপে পড়েছে।

তাই জাপান এসব দেশের সঙ্গে পাল্লা দিতে হবে। মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সরকার দেশে আগামী এক দশকের প্রতিরক্ষা প্রকল্প পরিকল্পনার খসড়ায় অনুমোদন করেছে।

এতে জানানো হয়েছে-যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ। কিন্তু প্রতিদ্বন্দ্বী দেশগুলোও শক্তিশালী হয়ে উঠছে।

সেই সঙ্গে আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে চীন ও রাশিয়ায় উভয়ই যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তাতে কৌশলগত এ প্রতিযোগিতার গুরুত্ব আমরা অনুধাবন করতে পারছি।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশ চীন সাগরে জাপানের ভূমির কাছে আরও বেশি জাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছে।

অন্যদিকে উত্তর কোরিয়া এখনও তাদের পরমাণু অস্ত্র প্রকল্পের কাজ বন্ধের প্রতিশ্রুতি পূরণ করেনি, যা জাপানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ওদিকে রাশিয়াও জাপানের আকাশ প্রতিরক্ষার শক্তি পরীক্ষা করে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের কাছ থেকে দখল করা দ্বীপপুঞ্জে সেনাদের জন্য নতুন ব্যারাক স্থাপন করা হবে বলে সোমবার জানিয়েছে রাশিয়া।

জাপান তাদের নতুন প্রতিরক্ষা প্রকল্প অনুযায়ী, ৪০০ কোটি মার্কিন ডলারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪৫টি লকহিড মার্টিন কর্প এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা করেছে।

এ ছাড়া অন্য একটি অনুমোদিত প্রকল্পের আওতায় দেশটি এরই মধ্যে ৪২টি জঙ্গিবিমানের ক্রয়ের অর্ডার দিয়েছে।

তারা পূর্ব চীন সাগরের প্রান্তে অবস্থিত জাপানি দ্বীপগুলোর প্রতিরক্ষায় ১৮টি শর্ট টেক অফ অ্যান্ড ভার্টিক্যাল ল্যান্ডিং বি এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েনের পরিকল্পনাও করেছে।

পাশাপাশি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে দুটি রাডারও কিনবে বলে জানিয়েছে জাপান।

যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য দুটি বোয়িং বিমানসহ টহলদারির জন্যও জাপান আরও কয়েকটি বিমান কিনবে।

Bootstrap Image Preview