Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইসিসির নিয়ম ভঙ্গ করে জরিমান গুনলেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৩ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৫ AM

bdmorning Image Preview


ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সোমবার পাত্তাই পায়নি স্বাগতিক বাংলাদেশ। ৮ উইকেটে হারের লজ্জা পেয়েছে টাইগাররা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা। এ ম্যাচ আরেকটি দুঃসংবাদ উড়ে এল বাংলাদেশ শিবিরে। টাইগার অধিনায়ক সাকিবকে জরিমানা করেছে আইসিসি।

আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গ করেছেন সাকিব। এজন্য ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত করা হয়েছে একটি ডিমেরিটস পয়েন্ট। চলতি বছর এটি দ্বিতীয়বার যখন তার নামের পাশে ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো। এর আগে শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে একটি ডিমেরিটস পয়েন্ট যুক্ত হয়েছিল।

সব মিলিয়ে চলতি বছর এ নিয়ে দুটি ডিমেরিট পয়েন্ট পেলেন সাকিব। ২৪ মাসের মধ্যে মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেলে সেটা সাসপেনশন পয়েন্ট হয়ে যাবে। তাতে নিষেধাজ্ঞায় পড়বেন সাকিব।

ঘটনাটি ঘটেছিল ম্যাচের ১৪তম ওভারে। থমাস ওশানের করা ওই ওভারের শেষ বলটি পুল করতে ব্যর্থ হন সাকিব। বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে গিয়ে উইকেটকিপারের গ্লাভসে জমা হয়। লেগ স্টাম্পের বাইরে ছিল বলে সাকিব ভেবেছিলেন ওয়াইড কল দেওয়া হবে। কিন্তু আম্পায়ার সেটি দেননি। তাতে কিছুটা ক্ষুব্ধ হন বিশ্বসেরা এই অল রাউন্ডার। কিছুক্ষণ তর্কও করেন আম্পায়ারের সাথে।

এদিকে আম্পায়ারের যুক্তি ছিল বল সাকিবের জার্সি ছুঁয়ে গেছে। পরে টিভি রিপ্লাইতেও দেখা গেছে বল সাকিবের জার্সি ছুঁয়ে গেছে।

খেলা শেষে ম্যাচ অবশ্য ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে সাকিব নিজের দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

Bootstrap Image Preview