Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই দিন পর হঠাৎ এলাকায় হাজির রেজা কিবরিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১১:০৪ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ১১:০৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


হবিগঞ্জ-১ আসনের নবীগঞ্জের বিএনপি নেতা সাবেক এমপি শেখ সুজাত মিয়ার বাসায় হঠাৎ গিয়ে হাজির হয়েছেন ড. রেজা কিবরিয়া। এটা তার নির্বাচনী এলাকা। গত রবিবার নিরাপত্তাহীনতা বোধ করায় গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি।

সেখানে শেখ সুজাত মিয়াসহ বিএনপি নেতাদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাত করেন। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিএনপি নেতা শেখ সুজাত মিয়ার বাসায় অনুষ্ঠিত কর্মীসভায় যোগ দিয়েছেন।

সোমবারের অনুষ্ঠিত হওয়া এ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান শেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, পৌর বিএনপি সভাপতি মেয়র সাবের আহমেদ চৌধুরী এবং উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনগুলোর অন্যান্য নেতাকর্মীরা।

ড. রেজা কিবরিয়া উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এবারের নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ শরীরে কারাগারে নেয়া হয়েছে। কিন্তু তিনি এখন অসুস্থ। বেগম জিয়াকে মুক্ত করতে হলে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ভুলে নবীগঞ্জ-বাহুবল এবং সারা দেশে বিএনপি নেতাকর্মীদেরকে ধানের শীষ প্রতীকের পেছনে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হবে। আগামী ৩০ ডিসেম্বর সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে এই জাতীয় সংকট মোকাবেলায় কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীরা বেগম জিয়ার মুক্তির জন্য কাজ করতে রেজা কিবরিয়াকে প্রতিশ্রুতি দেন।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক এমপি বিএনপি নেতা শেখ সুজাত মিয়া বলেন, ধানের শীষ জয়ী করতে আমরা বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আজ আমার বাসায় কর্মী সভা করেছি। কিভাবে ধানের শীষকে জয়ী করা যায় তা আলোচনা করেছি। এটি আমাদের করতেই হবে। কিন্তু এখানে হঠাৎ রেজা কিবরিয়া এসে হাজির হয়েছিলেন। তিনি নির্বাচন নিয়ে তেমন কোনো কথা বলেননি। তিনি শুধু বলেছেন, ২৪ ডিসেম্বরের পর নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। তার কোনো পোস্টার আমরা এখনো পাইনি।

Bootstrap Image Preview