Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহরুখের আগে আসবে নারীদের নাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৬ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৬ PM

bdmorning Image Preview


দুদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জিরো’। এখানে বলিউডের রোমান্স কিং শাহরুখ খানের পাশাপাশি দেখা যাবে জনপ্রিয় দুই অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাকে।

ছবিটিতে শাহরুখকে দেখা যাবে বামন বাউয়া সিং এর চরিত্রে এবং অন্যতম আবেদনময়ী ক্যাটরিনা অভিনয় করেছেন খ্যাতিমান তারকা ববিতা কুমারীর চরিত্রে, যার মধ্যে থাকবে খ্যাতির দম্ভ। এছাড়া আনুশকা শর্মাকে দেখা যাবে সেরিব্রাল পালসি রোগে ভোগা একজন বিজ্ঞানী আফিয়া ইউসুফজাইয়ের চরিত্রে। ছবিটির পরিচালনা করেছেন আনন্দ এল রাই।

ছবিটির গল্পে মূলত দেখা যাবে, বামন বাউয়া সিং সেরিব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফজাইয়ের প্রেমে পড়ে। কিন্তু তার প্রেমকাহিনীতে হটাৎ করে নতুন মোড় আসবে। কারণ তিনি ফের একজন মদে মত্ত অভিনেত্রী ববিতা কুমারীর প্রেমে পড়ে। কিন্তু পরে ববিতা তাকে অপমান করলে তিনি নিজেকে বাউয়া বলে উপলব্ধি করে, আর সে সময় তিনি সব শেষ করে ফেলে। পরবর্তীতে তিনি আবার আফিয়াকে পাওয়ার চেষ্টা করে। তবে শেষে কি হবে সেটি জানতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে হবে।

সিনেমাটিতে শাহরুখ খানের আগেই দেখানো হবে দুই নায়িকা ক্যাটরিনা-আনুশকার নাম। আর এই নীতিটি নির্ধারণ করেছেন শাহরুখ নিজেই। মূলত তার এই ‘লেডিস ফার্স্ট’ নীতির কারণেই এমনটা করা হয়েছে। জানা যায়, আন্তর্জাতিক নারী দিবসে নাকি তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন। এমনকি সিনেমার প্রধান চরিত্রে যদি একাধিক নারীও থাকেন, তা হলেও নারীকে অগ্রাধিকার দেওয়া হবে।

এই প্রসঙ্গে ‘জিরো’ পরিচালক আনন্দ এল রাই বলেন, ‘সিনেমায় এক বা দুই অথবা পাঁচ নায়িকা থাকলেও ব্যাপার নয়। যখন খানসাহেব নিজেই বলেছেন ‘লেডিস ফার্স্ট’, তার মানে এটা আজীবনের জন্যই বলেছেন। শুধু স্বল্প সময়ের ফ্যাশন নয় এটি। আমাদের দেশে সত্যিকার উদার মানুষদের মধ্যে তিনি একজন।’

২০১২ সালের ‘জব তক হ্যায় জান’-এর পরে দ্বিতীয়বারের মত একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ, আনুশকা ও ক্যাটরিনাকে। ছবিটি প্রেক্ষাগৃহে ২১ ডিসেম্বর মুক্তি দেওয়া হচ্ছে।

 

Bootstrap Image Preview