Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বাংলার মানুষকে কী তারা বেকুব ভেবেছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৯ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, যেই যুদ্ধাপরাধী ও রাজাকারদেরকে ধানের শীষ মার্কা দিয়ে নির্বাচন করাচ্ছে, বিএনপি ক্ষমতায় গেলে নাকি তাদের দিয়েই যুদ্ধপরাধীদের বিচার করবেন ড. কামাল ও খালেদা।’

এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘বাংলার মানুষকে কী তারা বেকুব ভেবেছেন? বাংলার মানুষ বেকুব না। বাংলার মানুষ তাদের এ কথা বিশ্বাস করবে না।’

আজ মঙ্গলবার দুপুরে টেকেরহাট বন্দরে শাহাবুদ্দিন মোল্যা কমপ্লেক্স হল রুমে রাজৈর উপজেলা বিএনপির অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে এসব কথা বলেন নৌমন্ত্রী।

শাজাহান খান বলেন, ‘আওয়ামী লীগ ব্যাতীত অন্য কোনো রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের বিচার কাজ করতে পারে না। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। দক্ষিণ এশিয়ার মূল নায়ক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় দক্ষ বলেই বাংলাদেশে আজ এতো উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

এ সময় বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকৃত ব্যক্তিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আসলে বিএনপি একটি আদর্শহীন দল। তার বাংলাদেশের কোনো উন্নয়ন করতে পারে নাই। বাংলাদেশকে আরও উন্নত করতে হলে শেখ হাসিনার সরকারকে বার বার দরকার। আপনারা নৌকা মার্কা ভোট দিয়ে তার হাতকে আরো শক্তিশালী করবেন।’

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ মোতালেব মিয়া সভাপতিত্বে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্যা, উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, সদ্য যোগদানকৃত আজিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন ও আবুল হোসেন খান প্রমুখ।

Bootstrap Image Preview