Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডকে হতাশায় ডুবালো ম্যাথিউস-মেন্ডিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৫ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে ইনিংস হারের শঙ্কা নিয়ে মাঠ ছেড়েছিল শ্রীলংকা। কিন্তু চতুর্থ দিন শেষে হিসাব অনেকটা বদলে গেছে। ৩ উইকেটে ১৩ রান নিয়ে খেলতে নামা শ্রীলংকার চতুর্থ দিন শেষে স্কোর ৩ উইকেটে ২৫৯ রান।

নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে মন্থর ব্যাটিং করেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কুশল মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাত্র ২.৫৩ রান রেটে ব্যাট করে পুরো দিনে স্কোরবোর্ডে দুইজন মিলে যোগ করেছেন ২৪৬ রান। সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই ব্যাটসম্যানই। দিন শেষে ম্যাথিউস ১১৭ এবং মেন্ডিস ১১৬ রানে অপরাজিত আছেন।

এই দুজনের অপরাজিত শতকের উপর ভর করে ৩ উইকেটে ২৫৯ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা। যদিও দিন শেষে এখনও নিউজিল্যান্ডের থেকে ৩৭ রানে পিছিয়ে আছে শ্রীলংকা।

এর আগে, ২৯ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করা নিউজিল্যান্ড সোমবার টেস্টের তৃতীয় দিনে টম লাথামের অনবদ্য ২৬৪ রানের ইনিংসে ভর করে ৫৭৮ রান সংগ্রহ করে স্বাগতিক দল। এতে ২৯৬ রানের লিড পায় কেন উইলিয়ামসনের দল। আর শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৮২ রানে।

স্কোরবোর্ড

শ্রীলংকার ১ম ইনিংসঃ ২৮২ অল আউট (৯০ ওভার), (অ্যাঞ্জেলো ম্যাথিউস ৮৩, দিমুথ করুনারত্নে ৭৯), (টিম সাউদি ৬৮/৬)

নিউজিল্যান্ড ১ম ইনিংসঃ ৫৭৮ অল আউট (১৫৭.৩ ওভার), (টম লাথাম ২৬৪, কেন উইলিয়ামসন ৯১) (লাহিরু কুমারা ১২৭/৪)  

শ্রীলংকা ২য় ইনিংসঃ ২৫৯/৩ (১০২ ওভার), (অ্যাঞ্জেলো ম্যাথিউস ১১৭*, কুশল মেন্ডিস ১১৬*), (টিম সাউদি ৩৬/২)   

Bootstrap Image Preview