Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

“কোহলি বিশ্বক্রিকেটে সবচেয়ে অভদ্র খেলোয়াড়”

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০২:৩৮ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০২:৪৪ PM

bdmorning Image Preview


সদ্য শেষ হওয়া টেস্টের চতুর্থ দিন সকালে এমনিই সরগরম ছিল পার্থের বাইশ গজ। ভারত-অস্ট্রেলিয়া দুই দলের অধিনায়কের মৌখিক দ্বন্দ্বে শেষমেষ হস্তক্ষেপ করতে হয় আম্পায়ার ক্রিস গ্যাফানিকে। সেই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে অনেক তকে-বিতর্কে। এবার সেই বিতর্ক নিয়ে ভারতীয় প্রবীণ অভিনেতা  নাসিরুদ্দিন শাহ সোশ্যাল মিডিয়ায় বিরাটকে ‘অসভ্য’ ক্রিকেটার হিসেবে অভিহিত করলেন।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে পদ্মশ্রী নাসিরুদ্দিন শাহ লেখেন, ‘বিরাট কোহলি শুধুমাত্র যে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান তাই নয়, ও বিশ্বক্রিকেটে সবচেয়ে অভদ্র খেলোয়াড়। ওর ক্রিকেটীয় উৎকর্ষের পিছনে রয়েছে ঔদ্ধত্য এবং অহংকার।’

তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এমন বলার জন্য যে কোনওভাবেই অনুতপ্ত হবে না তিনি, সাফ জানিয়ে দিয়েছেন শাহ। শাহ লিখেছেন, ‘এমন বলার জন্য কোনও ভাবেই দেশ ছাড়ব না আমি।’

বিরাটকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন কথা বলার পর পালটা দিতে ছাড়েননি বিরাট অনুরাগীরাও। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের এই আগ্রাসনকে পূর্ণ সমর্থন জানিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন সিংহভাগ ক্রিকেট অনুরাগী। বর্ষীয়ান অভিনেতাকে ছোট না করেই কোহলির ভক্তরা জানান, বিদেশের মাটিতে বিশেষ করে অস্ট্রেলিয়ায় ম্যাচ জয়ের জন্য এই আগ্রাসন প্রয়োজন রয়েছে। তাই বিরাট যা করেছে তা কোনও অংশেই ভুল নয়। কেউ কেউ তো বলছেন জেন্টলম্যানস গেমের স্পিরিট বজায় রাখতে গিয়ে একথা বলেছেন অভিনেতা, কিন্তু এবিষয়ে তিনি মন্তব্য না করলেই পারতেন।

উল্লেখ্য, অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে নিজেকে অনেক পরিণত ক্রিকেটার বলে দাবি করেছিলেন বিরাট। ব্যক্তিগত সাফল্যের চাইতেও দলের জয় এখন যে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে জানান ভারত অধিনায়ক। তাই কোনওভাবেই এই সিরিজে তিনি সীমা লঙ্ঘন করবেন না বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন পেইন ভারতকে ব্যাকফুটে ঠেলে দিতেই আসল রূপ বেরিয়ে এল বিরাটের। অজি অধিনায়কের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে আবহাওয়া উত্তপ্ত করে তুললেন বিরাট।

পার্থে মঙ্গলবার টেস্টের শেষ দিনে মাত্র ২৮ রানেই শেষ ৫টি উইকেট হারিয়েছে ভারত।  ফলে দ্বিতীয় টেস্টে ১৪৬ রানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। চার ম্যাচের টেস্টে সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে। 

Bootstrap Image Preview