Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বাদশ আইপিএল নিলামের খুঁটিনাটি সব তথ্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:৪৫ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:৪৫ PM

bdmorning Image Preview


মঙ্গলবার (১৮ ডিসেম্বর), রাজস্থানের জয়পুর শহরে বসছে আইপিএল ২০১৯-এর খেলোয়াড় নিলামের আসর। এর আগের বছরগুলিতে খেলোয়াড় নিলাম চলত দুইদিন ধরে। কিন্তু এইবার তা মিটবে একদিনেই। ১১ বছরের আইপিএল ইতিহাসে এইবার প্রথমবার বদলে যাচ্ছে আইপিএল-এর অকশনিয়ারও। রিচার্ড ম্যাডলির জায়গায় থাকবেন হিউ এডমিডেস।

প্রাথমিকভাবে এই নিলামের জন্য নাম নথিভুক্ত করেছিলেন ১০০৩ জন ক্রিকেটার। তাদের মধ্যে থেকে ফ্র্যাঞ্চাইজিগুলির দেওয়া তালিকা অনুযায়ী ২৩৬ টি চুড়ান্ত করা হয়েছে নিলামের জন্য। এরমধ্যে ভারতীয় আছেন ২২৭ জন। প্রত্যেক দলগুলির অর্থ খরচ করার মাত্রাও ৮০ কোটি থেকে বাড়িয়ে ৮২ কোটি করা হয়েছে।

একনজরে দেখে জেনে নেওয়া যাক আইপিএল নিলাম ২০১৯-এর সমস্ত বিষয়।

নিলামের নিয়মকানুন -

ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার - ভূমিকা অনুযায়ী ৩৪৬ জন খেলোয়াড়দের নাম এই তিন ভাগে ভাগ করে তিনটি আলাদা পাত্রে রাখা হবে।

তারপর অকশনিয়ার এক এক করে ক্রিকেটারদের নাম বলতে থাকবেন। আর চাহিদা অনুযায়ী দলগুলি তাদের প্য়াডেল তুলে সেই ক্রিকেটারদের বিড করা শুরু করবেন। বিড শুরু হবে সংশ্লিষ্ট ক্রিকেটারের বেস প্রাইস থেকে। তারপর দর যতদূর ওঠার উঠবে।

যেই দল সবচেয়ে বেশি দর হাঁকবে, তারাই ওই ক্রিকেটারকে দলে নিতে পারবে। বাকি দলগুলি বিড করা থামানোর পর অকশনিয়ার ওই ক্রিকেটারকে 'সোল্ড' ঘোষণা না করা অবধি নিলাম চলবে।

একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনও খেলোয়াড়ের নামে কোনও দলই প্যাডেল না তোলে তবে তিনি 'আনসোল্ড' থেকে যাবেন।  

'আনসোল্ড' ক্রিকেটারদের নাম ফের পাত্রে রেখে দেওয়া হবে। এক রাউন্ড নিলাম হয়ে যাওয়ার পর ফের তাদের নিলামে তোলা হবে।

নিলামের তালিকায় আছেন কারা?

আগেই বলে হয়েছে নিলামে তোলা হবে ৩৪৬ জন ক্রিকেটারের নাম। ২ কোটি টাকা 'বেস প্রাইস' কোনও ভারতীয় ক্রিকেটারেরই নেই। আছে ৯জন বিদেশী ত্রিকেটারের নাম। তাঁরা হলেন - ত্রিস ওকস ও স্যাম কুরান (ইংল্যান্ড), কলিন ইনগ্রাম (দঃ আফ্রিকা), অ্যাঞ্জেলো ম্যাথুস ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), শন মার্শ ও ডার্সি শর্ট (অস্ট্রেলিয়া) এবং ব্রেন্ডন ম্যাকালাম ও কোরি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি 'বেস প্রাইস' জয়দেব উনাদকাট (১.৫ কোটি টাকা)-এর। এছাড়া নিলামে থাকা অন্যান্য বড় ভারতীয় নামগুলির মধ্যে আছেন যুবরাজ সিং, মহম্মদ শামি, ইশান্ত শর্মা প্রমুখ।

কাদের হাতে কত টাকা ও কটি ফাঁকা জায়গা?

কলকাতা নাইট রাইডার্স - ১৫.২০ কোটি (স্লট আছে: ১২ - ভারতীয় ৭, বিদেশী ৫)

কিংস ইলেভেন পাঞ্জাব - ৩৬.২০ কোটি (স্লট আছে: ১৫ - ভারতীয় ১১, বিদেশী ৪)

দিল্লি ক্যাপিটালস - ২৫.৫০ কোটি (স্লট আছে: ১০ - ভারতীয় ৭, বিদেশী ৩)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - ১৮.১৫ কোটি (স্লট আছে: ১০ - ভারতীয় ৮, বিদেশী ২)

মুম্বাই ইন্ডিয়ানস - ১১.১৫ কোটি (স্লট আছে: ৭ - ভারতীয় ৬, বিদেশী ১)

রাজস্থান রয়্যালস - ২০.৯৫ কোটি (স্লট আছে: ৯ - ভারতীয় ৬, বিদেশী ৩)

চেন্নাই সুপার কিংস - ৮.৪০ কোটি (স্লট আছে: ২ - ভারতীয় ২, বিদেশী ০)

সানরাইজার্স হায়দরাবাদ - ৯.৭০ কোটি (স্লট আছে: ৫ - ভারতীয় ৩, বিদেশী ২)

কোথায়, কখন দেখা যাবে?

আইপিএল খেলোয়াড় নিলাম তারিখ - মঙ্গলবার, ১৮ ডিসেম্বর। বাংলাদেশ সময় দুপুর ৩.০০ সরাসরি সম্প্রচার - স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস এইচডি ১ লাইভ স্ট্রিমিং - হটস্টার।

Bootstrap Image Preview