Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজনৈতিক নেতাদের তালিকা করতে গিয়ে সিআইডির ভুয়া সদস্য আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৯:১৫ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৯:১৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


নওগাঁর রাণীনগরে আবু বক্কর সিদ্দিক (২৪) নামের সিআইডির এক ভুয়া সদস্যকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে।

আজ সোমবার দুপুরে তাকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে আটক আবু বক্কর সিদ্দিককে থানায় আনলে সাংবাদিকরা তার ছবি তুলতে চাইলে আইন লঙ্ঘন হবে মর্মে এসআই শহিদুল ইসলাম ছবি তুলতে দেয়নি।

জানা গেছে, নওগাঁ জেলা সদরের বিল ভবানীপুর গ্রামের শাজাহান আলীর ছেলে আটক আবু বক্কর সিদ্দিক দুপুরে উপজেলার বেতগাড়ী বাজারে গিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের নামের তালিকা ও ফোন নাম্বার সংগ্রহ করতে থাকে এবং বিভিন্ন দোকানদারদের সাথে অশালীন আচরণ করে। এ সময় স্থানীয়রা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সিআইডির অফিসার হিসেবে পরিচয় দেন।

এক পর্যায় তার কাজ শেষে বাইসাইকেলযোগে বাজার থেকে বের হবার সময় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে স্থানীয় গোনা ইউনিয়ন পরিষদের কক্ষে নিয়ে যায়। সেখানেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে সিআইডির সদস্য বলে দাবি করেন। তবে কোন পরিচয়পত্র দেখাতে না পারায় জনতার প্রবল চাপের মুখে তিনি তার আসল পরিচয় প্রকাশ করেন।

খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে বলে গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত খান হাসান জানান।

এ ব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমানের সাথে মুঠোফোনে বেশ কয়েক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এসআই মাবুদুর রহমান বলেন, খবর পেয়ে গোনা ইউনিয়ন পরিষদ থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview