Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ড. কামালকে প্রশ্ন করা সাংবাদিক ভাস্করকে ডেকে নিয়ে ‘অভয়’ দিলেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:০৬ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:০৬ PM

bdmorning Image Preview


শহীদ বুদ্ধিজীবী দিবসে ড. কামাল হোসেনকে প্রশ্ন করা যমুনা টিভির সাংবাদিক ভাস্কর ভাদুরীকে অভয় দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভা শেষে বের হয়ে যাওয়া পথে ডেকে নিয়ে ওই সাংবাদিককে তার স্বাভাবিক কাজ নির্ভয়ে চালিয়ে যেতে বলেন প্রধানমন্ত্রী।   

এ বিষয়ে জানতে চাইলে ভাস্কর ভাদুরী বলেন, প্রথমে আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমার কাছে জানতে চাইলেন, সেদিন কী হয়েছিল। আমি বিস্তারিত বললাম। তখন আপা বললেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। তুমি তোমার কাজ নির্ভয়ে চালিয়ে যাও।

উনারা যদি এভাবে সাংবাদিকদের খামোশ বলে থামিয়ে দিতে চান তাহলে তারা ক্ষমতায় এসে কী বাক-স্বাধীনতা নিশ্চিত করবে তা মানুষের জানা হয়ে গেছে, শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন বলে জানান ভাস্কর।

এ সময় আওয়ামী লীগে থাকা অবস্থায় ড. কামাল হোসেনের অপ্রীতিকর নানা আচরণের বিষয়েও ভাস্করসহ উপস্থিতদের জানান, প্রধানমন্ত্রী।

ভাস্কর জানান, তার সঙ্গে ৫-৭ মিনিট কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন স্নেহশীল আচরণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।  

গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্ট নেতারা। সেখানে জামায়াতে ইসলামী নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর রেগে যান ড. কামাল।

জামায়াতের বিষয়ে ড. কামালকে তার অবস্থানের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের ওপর চটে যান। সাংবাদিকদের কথার জবাব না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করেন, ড. কামাল।

তিনি বলেন, কত পয়সা পেয়েছো এসব প্রশ্ন করতে? চুপ করো। চুপ করো, খামোশ।

ওই সাংবাদিকের নাম জানতে চেয়ে ড. কামাল আরও বলেন, তোমার নাম কী, কোন পত্রিকা? 

জবাবে ওই সাংবাদিক ‘যমুনা’ বললে ড. কামাল জবাব দেন, যমুনা টেলিভিশন, চিনে রাখলাম।ওই দিন সকালে এমন ঘটনার পর ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। যদিও ওই ঘটনার জন্য গত ১৫ ডিসেম্বর ড. কামাল হোসেন দুঃখ প্রকাশ করেন।  

Bootstrap Image Preview