Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমি মারা গেলে লাশ ভোটকেন্দ্রে যাবে তবুও নির্বাচন বর্জন করবো না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৩ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৩ PM

bdmorning Image Preview


কোনো অবস্থাতেই নির্বাচন বর্জন করবেন না বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘নির্বাচন হতে হবে। আমি মারা গেলেও নির্বাচন বর্জন করবো না। আমার লাশ ভোটকেন্দ্রে নিয়ে যাবে। আঙুলটাতো থাকবে। ওটা দিয়েই ভোট দেবো। আমার লাশও নির্বাচন বর্জনের কথা বলবে না’।

সোমবার (১৭ ডিসেম্বর) বিকালে নির্বাচন ভবনে এসব কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, ঢাকায় কেবল একটি দলের পোস্টার আছে। অন্য দলের প্রার্থীদের কোনো পোস্টার নেই। অনেক খারাপ-ভাল নির্বাচন দেখেছি। এমন দেখিনি। এর আগে আমি ৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নির্বাচনের এজেন্ট ছিলাম। ৫৫ বছরের অভিজ্ঞতায় এমন পরিস্থিতি দেখিনি। সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হচ্ছে। তারা যদি চায় এরকম জঘন্য আক্রমণ করলে আমরা আবেগের চোটে বলে দেবো নির্বাচন করবো না, এটা আমরা বলবো না। আমাদের লাশও বলবে না’।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, আ স ম আব্দুর রব প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী। তাকে আঘাত করা হয়েছে। তার গাড়ির চালকের মাথা ফেটে গেছে। গাড়ি ভেঙ্গে দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মী-প্রার্থী সবার ওপর হামলা করা হয়েছে। আমরা এগুলোর ছবি নির্বাচন কমিশনের কাছে দিয়েছি। বলেছি, সরকার এখন আপনাদের অধীনে। সরকারকে আদেশ দেওয়ার ক্ষমতা আপনাদের আছে। প্রার্থীদের ওপর হামলা দ্রুত বন্ধ করুন।

তিনি আরও বলেন, আমাদের দাবি ছিল, আমরা কার্যকর প্রতিকার চাই। ইলেকশন কমিশনকে সংবিধানে যে দায়িত্ব দেওয়া আছে যে এই ইলেকশন শুরু হয়ে যাওয়ার পরে সরকারের যে আইনশৃঙ্খলা রক্ষা করা, মানুষের অধিকার রক্ষা করার ব্যাপারে প্রশাসনকে আদেশ দেওয়ার সব ক্ষমতা তাদের আছে।

এর আগে দুপুরে ২টায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা ও নেতা-কর্মীদের গ্রেফতার, তল্লাশির নামে তাদের বাসাবাড়িতে তাণ্ডব, আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে (ইসি) দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

সিইসি কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্য কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাদের সিদ্দিক, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, নজরুল ইসলাম খান, ড. মঈন খান, মোস্তফা মহসিন মিন্টু, জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ অংশ নেন।

Bootstrap Image Preview