Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্ষমতায় গেলে বিচারবহির্ভূত হত্যা-গুম বন্ধ: ঐক্যফ্রন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০২:৩১ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০২:৩১ PM

bdmorning Image Preview


নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ইশতেহারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে সংবাদ সম্মেলন করে এ ইশতেহার ঘোষণা করা হয়।

এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকদের নিরাপত্তাসহ ১৪ প্রতিশ্রুতি দেয়া হয়েছে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে।

ইশতেহার ঘোষণা করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, ড. রেজা কিবরিয়া প্রমুখ।

Bootstrap Image Preview