Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যাচ চলাকালীন সময় কোহলি-পেইনের বাক-যুদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০২:২৪ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০২:২৪ PM

bdmorning Image Preview


অ্যাডিলেডে প্যাট কামিন্সকে দিয়ে শুরুটা করেছিলেন ঋষভ পন্থ। সেই স্লেজিং এবার পারথে। যাতে কিনা ফিল্ড আম্পায়ারকেও এগিয়ে আসতে হল মধ্যস্থতা করতে। ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং অজি অধিনায়ক টিম পেইনের উত্তপ্ত বাক্যবিনিময় দেখা গেল তৃতীয় ও চতুর্থ দিনে।  দ্বিতীয় টেস্টে বিরাটের আউট নিয়ে তৃতীয় দিনে সরগরম ছিল। ফিল্ডিং করতে নেমে আগ্রাসী বিরাটকেই বার বার দেখা গিয়েছে।

ঘটনার সূত্রপাত, তৃতীয় দিনের শেষ ওভারে স্লিপে টিম পেইনের ক্যাচের আবেদন জানায় ভারত। আম্পায়ার আবেদন নাকচ করে দেন কিন্তু ভারতও রিভিউ নেয়নি। এরপরেই শুরু হয়ে যায় দুই অধিনায়কের বাক্য বিনিময়। প্রথমে কোহলি বলেন, "ও (টিম পেইন) ভুল করলেই আমরা (সিরিজে) ২-০ তে এগিয়ে যাব"। দিনের শেষে অপরাজিত থেকে মাঠ ছাড়ার সময় কোহলিকে পাল্টা দিতে ছাড়েন নি পেইন। তিনি বলেন, "আগে তোমাকে ব্যাট করতে হবে, বিগ হেড।"

তৃতীয় দিনের সেই ঘটনার রেশ দেখা গেল চতুর্থ দিনেও। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পঞ্চম উইকেট পার্টনারশিপে তখন জাঁকিয়ে বসেছেন পেইন ও খোয়াজা। কিছুটা শান্ত থাকার চেষ্টা করছেন তখন ক্যাপ্টেন কোহলি। এবার অবশ্য খোঁচা দিয়ে শুরুটা করলেন পেইন । অজি অধিনায়ক বলেন, " গতকাল তো তুমিই শুরু করেছিলে। আজ সেই তুমিই শান্ত থাকার চেষ্টা করছ!" তখনই ফিল্ড আম্পায়ার ক্রিস গাফানে গিয়ে বলেন, "অনেক হয়েছে। এবার খেলো। তোমরা দুজনেই তো অধিনায়ক। পেইন তুমি অধিনায়ক।"

আম্পায়ার বলার পরেও থেমে থাকেন নি টিম পেইন। তিনি বলেন, "বিরাট নিজেরটা (মাথা) ঠাণ্ডা রাখো।" তবে মহম্মদ সামির বলে শেষ পর্যন্ত বিরাট কোহলির হাতেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন টিম পেইন। এখন দুই অধিনায়কের উত্তপ্ত বাক্য বিনিময় কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। বিরাট তাঁর ব্যাটেই কি পারথে পেইনকে জবাব দিয়ে দেবেন? সেটা অবশ্য সময়ই বলবে।

Bootstrap Image Preview