Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফন্টের ইশতেহারে পররাষ্ট্র নীতি নিয়ে যে সকল প্রতিশ্রুতি আছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০১:০৬ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০১:০৬ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহারে ১৪টি প্রতিশ্রুতি দিয়েছে জাতীয়।ঐক্যফ্রন্টএসকল প্রতিশ্রুতির মধ্যে রয়েছে পররাষ্ট্র নীতিও। 

পররাষ্ট্র নীতি নিয়ে ইশতেহারে ঐক্যফন্টের প্রতিশ্রুতি গুলো হল:  

১. সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়

২. সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক আরো শক্তিশালী করা হবে

৩ .চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড' এর লাভজনক প্রকল্পে বাংলাদেশ যুক্ত হবে

৪. তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, রোহিঙ্গা সমস্যাসহ দ্বিপাক্ষিক সমস্যা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে সংবাদ সম্মেলন করে এই প্রতিশ্রুতিসহ ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু প্রমুখ ও ড. রেজা কিবরিয়া প্রমুখ।

Bootstrap Image Preview