Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিবের ১ পয়েন্টের আক্ষেপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০৬ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview


চলতি বছরটা আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ সময় পাড় করেছে বাংলাদেশ। ‍শুধু ঘরের মাটিতেই নয় জয় পেয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে। যার সুফলের বাতাসটা র‌্যাঙ্কিংয়েও পেলো টাইগারার। ব্যাটসম্যান, বোলাং ও অলরাউন্ডার তিন র‌্যাঙ্কিংয়েই চমক দেখিয়েছে তারা। 

প্রথমবারের মতো বোলিং র‌্যাঙ্কিংযে পাছ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। এর আগে তার র‌্যাঙ্কিং ছিল দশ নম্বরে। মুস্তাফিজের সাথে বোলিং বিভাগে সুখবর পেয়েছেন সিরিজে সর্বোচ্চ ৬টি করে উইকেট নেয়া টাইগার অধিনায়ক মাশরাফি মর্তুজা ও দলের তরুণ অফ স্পিনার মেহেদি হাসান মিরাজও। ১৯ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন মিরাজ। ১০ ধাপ এগিয়ে মাশরাফির বর্তমান অবস্থান ২৩ নম্বরে।

তবে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে দশের মধ্যে এবারো কারো অবস্থান নেই। ক্যারিয়ার সেরা ৭১২ রেটিং পয়েন্ট নিয়ে ১৫ নম্বরেই অবস্থান করছেন মুশফিকুর রহিম। এছাড়া ১০ ধাপ এগিয়ে সৌম্য সরকার ৪২ এবং ৪ ধাপ এগিয়ে ৯৮ নম্বরে উঠে এসেছেন লিটন দাস।

এদিকে অলরাউন্ডার ক্যাটাগরিতে রাশিদ খানের কাছে শীর্ষস্থান হারিয়ে চোটের পর উইন্ডিজ সিরিজে ফিরে কিছুটা এগিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনে থাকা সাকিব আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবিকে পিছনে ফেলে ১ ধাপ এগিয়ে চলে এসেছেন র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে। তবে আক্ষেপ রয়ে গেছে ১ রেটিং পয়েন্টের জন্য! কেননা ৩৫২ রেটিং নিয়ে দুইয়ে উঠে আসা সাকিবের থেকে যে মাত্র ১ রেটিং বেশি অর্থাৎ ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়ে গেছেন রাশিন খান।

Bootstrap Image Preview