Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফের আমেরিকাকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০৩ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়ার। দেশটি এ নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি করে বলেছে, মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি চিরতরে বন্ধ করে দেওয়া হবে।

মানবাধিকার লঙ্ঘনের দায়ে ট্রাম্প প্রশাসন সোমবার উত্তর কোরিয়ার তিন তিন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, মার্কিন প্রশাসন গত ৬ মাসে আটবার উত্তর কোরিয়ার বিরুদ্দে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রশাসন যেসব অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবগুলোই বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

কেসিএনএ আরো জানায়, চলতি বছরের জুনে সিঙ্গাপুরে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার পরও মার্কিন প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিচ্ছে তা ওই বৈঠকের পরিপন্থি।

Bootstrap Image Preview