Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:১৪ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:১৪ PM

bdmorning Image Preview


জীবননগর থানা পুলিশ নাশকতার মামলায় জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদসহ বাঁকা ইউনিয়ন ও কেডিকে ইউনিয়ন পরিষদের ২ জন ইউপি সদস্য ও ১ বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে সন্ধ্যা পৌনে ৭টার সময় উপজেলার উথলী বাজারে এক চায়ের দোকানে ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর পক্ষে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় জীবননগর থানা পুলিশ চায়ের দোকান থেকেই তাকে গ্রেফতার করেন।

অপরদিকে, একইদিন দুপুরে উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের  রঘুনন্দনপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বাঁকা ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান (৪৮), কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত নৈমুদ্দিনের ছেলে ৯নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ ঝন্টু (৪৫) ও বিএনপি কর্মী জীবননগর পৌর শহরের আঁশতলা পাড়ার মৃত সামসুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৩৮) কে পুলিশ গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার এসআই সিরাজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা বিএনপির নেতাকর্মী। তাদের বিরুদ্ধে থানায় নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের মামলা রয়েছে।

জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন জানান, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপ’র নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, পুর্বের নাশকতা মামলায় আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে।এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনককে সামনে রেখে উথলী ইউপি চেয়ারম্যানসহ বিএনপির নেতকমি গ্রেফতার হওয়ায় বিএনপির নেতাকর্মিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Bootstrap Image Preview