Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ড. কামালের গাড়িবহরে হামলার ঘটনায় সাজুর মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:৫৯ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:৫৯ PM

bdmorning Image Preview


জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে ঢাকা-১৪ আসনের মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক সাজু একটি অভিযোগ দেন। রবিবার সকালে তার অভিযোগ গ্রহণ করে মামলা হিসেবে নথিভুক্ত করা হয় বলে জানান দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান।

অভিযোগে বলা হয়, ১৪ ডিসেম্বর সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফেরার পথে দারুস সালাম এলাকায় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালায়। তারা একই সঙ্গে চাকু, রড, হকিস্টিকসহ লাঠিসোটা দিয়ে ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব ও রেজা কিবরিয়াসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের আক্রমণ করে। মামলায় উল্লেখ করা নামগুলোর মধ্যে রয়েছে, স্থানীয় ছাত্রলীগের আহ্বায়ক মো. ইসলাম, মো. বাদল, সোহেল, জুয়েল, শাওন ও জাকির।

ওসি বলেন, ঢাকা-১৪ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক সাজু এ ঘটনায় মামলা করেছেন। মামলায় ১২ জন নামীয় আসামি করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাত আসামি রয়েছে। মামলা নম্বর-২৪। ওসি আরও বলেন, রাস্তায় গাড়ি ভাংচুর ও মারধরের অভিযোগে ১৪৩, ৩২৩ ও ৩২৫ পেনাল কোড অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview