Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বর্ণাঢ্য আয়োজনে বড়াইগ্রামে বিজয় দিবস পালিত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৪ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৪ PM

bdmorning Image Preview


মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে পালন করেন।

সকালে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যূরাল ও বুদ্ধিজীবি স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শনী, দুপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিকেলে ক্রীড়া, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন থানার ওসি দিলিপ কুমার দাস, হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম, বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধী ও অন্যান্যরা।

বিকেলে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তার সভাপতিত্বে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

Bootstrap Image Preview