Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:০১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:০১ PM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে উপজেলা পরিষদ শহিদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।

এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা লীগ, উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকাল ৮টায় উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার, ভিডিপি, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রসার শিক্ষার্থিদের অংশগ্রহণে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে স্বাধীনতা মঞ্চে উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান করা হয়।

Bootstrap Image Preview