Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রনির স্ত্রী ও বোনের অলংকার লুটের অভিযোগ ইসির দরবারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৫:১১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৫:১১ PM

bdmorning Image Preview


পটুয়াখালী-৩ আসনে ধানের শীষের প্রার্থী গোলাম মাওলা রনির স্ত্রীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও স্বণালঙ্কার লুটের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি।

এছাড়া রনির স্ত্রী এবং বোনের ব্যবহৃত স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত ওই চিঠিটি রবিবার ইসিতে জমা দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, পইল ইউপি সদস্য মোস্তফা জামাল ও বিএনপি নেতা হাবিবুর রহমানসহ আট বিএনপির নেতাকর্মীকে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, বিএনপির সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা জেলা বিএনপির উপদেষ্টা আবদুল গফুর ভঁইয়াকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

হাইকোর্টের একটি মামলায় হাজিরা শেষে বেরিয়ে যাওয়ার সময় শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এরপর ডিবি কার্যালয় ঘুর তাকে কুমিল্লা নেয়া হয়।

এছাড়া ময়মনসিংহের ফুলপুরে বিএনপির আট নেতাকর্মীকে গ্রেফতার ও দেড় হাজারের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, শনিবার ভোর রাতে উপজেলার কাজিয়াকান্দা ও দেওলা গ্রামে অভিযান চালিয়ে মতিউর রহমান (৭০) ও শাহ সালাহ উদ্দিন (৪৫) নামের বিএনপির দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে বিএনপি নেতা এমদাদুল হক মিলন, আব্দুল্লাহ আল মামুন, সেলিম, খলিলুর রহমানসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।

গত মঙ্গলবার বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ-বিএনপির সহিংসতাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের ২৯০ জনের নামে ও অজ্ঞাত ১৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শ্রমিক লীগ নেতা এটিএম রফিকুল করিম নোমান বাদী হয়ে মামলা করেন।

একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ ও অপতৎপরতা এবং আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণ অবিলম্বে বন্ধের নির্দেশ প্রদানের জন্য চিঠিতে জোর দাবি জানানো হয়।

এছাড়া ওই চিঠিতে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত খবরের ক্লিপিং সংযুক্ত করা হয়েছে।

Bootstrap Image Preview